Review This Poem

হয় মানুষগুলো খুব স্বার্থপর
আমিই কেবল আগল ভাঙা হাওয়া
উদ্দাম ঝড়,
নয়তো আমিই হয়তো খুব স্বার্থপর
মানুষগুলো বড্ড ভালো
যেমন ছিল বরাবর ।
আমিই হয়তো মেঘ জমিয়ে
বৃষ্টি নামাই
এলোমেলো বেহিসেবী
জীবন যাপন,
দিন শেষে আমার
একলা আকাশ
একলা আমার সাতকাহন।
মানুষ দেখি মুগ্ধ চোখে
মানুষ-আমার
যোজন যোজন ব্যবধান
এ জন্মে না পারি পর জন্মে
ঠিক ঘুচিয়ে দেবো,
পর জন্মে ঠিক মানুষ হবো
এ জন্মে তাই শুধু গেয়ে যাই
বিসর্জনের গান ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments