জানি এই পৃথিবী
আমার বিরুদ্ধে দাঁড়াতে পারে
দাঁড়াতে পারে তোমার
হুমকি জানাতে পারে গ্রহ-নক্ষত্র-তারা,
অস্বীকার করতে পারে আমাদের
সমাজ- সংসার,পুঁথিগত বিদ্যা
হতে পারি আমরা দিকভ্রান্ত
হতে পারি দিশেহারা।
সেই ক্ষণেতে চাই পরম বিশ্বাস
আলাদা মানুষ,একক সত্ত্বা
ধরে থাকা ভালোবাসার হাত,
এইবার তবে মানুষ হবো চলো
বাঁচবো ভালোবাসায়,
ভুলে যাই জাত-পাত।
বিদ্রোহ করি ভালোবাসায়
স্বপ্ন দেখি কাছে আসায়
মিথ্যে নয় আর হৃদয়ের ক্ষয়,
জানো কি প্রিয়
যে ভালোবাসায় বিদ্রোহ নেই
সেই ভালোবাসা
আদৌ কোন ভালোবাসাই নয়।
2023-03-09