অতীতের থেকেও অতীত আমি
বর্তমানের চেয়েও বর্তমান,
বিদগ্ধ ভবিষ্যতের
অপাংক্তেয় ভাবনায়
আমি সদাই ম্রিয়মান ।
যে শৈশব,যে কৈশোর
পাওনা ছিল
মেটায়নি তার দায়,
যৌবন ও তার বিলম্বিত
যেন বা আমার কেবলি
রাত হয়ে যায় ।
স্পর্শ – অস্পর্শের লুকোচুরি
বাঁধনহারা আমি ফিরি ঘুরে,
নির্জনতা স্বাক্ষী করে সূর্যাস্ত মাখি
গৃহ প্রিয় পাখিও তখন
যায় ফিরে নীড়ে ।
তখন রাত্রি নামে
অদ্ভুত যুবক এক হেঁটে যায়
নগ্ন পায়ে,
চাপিয়ে দেয়নি কেউ
তবু ক্ষণ কেটে যায়
অচেনা,অজানা
অভিমানভরা দায়ে ।