দুঃখ আমার পরতে পরতে
শীত গ্রীষ্ম বর্ষা শরতে
দুঃখ আমার পাঁজরে পাঁজরে
পাতের সালুনে সালাদে গাজরে
দুঃখ আমার প্রেম
দুঃখ আমার শিরায় শিরায়
হাড় কবজি গিরায় গিরায়
দুঃখ আমার মাথায় মগজে
পড়ায় লেখায় চিঠির কাগজে
দুঃখ আমার হেম
দুঃখ আমার প্রেমিকা পুরনো
প্রেয়সীর মুখ স্মৃতিতে কুড়ানো
দুঃখ আমার পরম মিত্র
দহনে পীড়িত কল্প চিত্র
নিত্যদিনের সাথী
দুঃখ আমার পরম পাওয়া
সাদা জোছনার ঢেউয়েতে নাওয়া
দুঃখ আমার আনন্দধাম
সুখের বাগান মহুয়ার ঘ্রাণ
জীবনের মাতামাতি।