রাতের গুমোট আঁধার,কেঁপে কেঁপে উঠি বারবার
অছ্যুৎ আলো আজ, সময় যে আঁধারে হারাবার
দুঃস্বপ্নের ছায়া কি মায়ায় হাতছানি দিয়ে ডাকে
না জানি স্বপ্নে কি ঘোরে, হেঁটে যাই ভাঙ্গনের বাঁকে
লুকাই কান্না, দেয়ালের দিকে এই মুখখানা গুঁজে
কাঁপে যেন দীপশিখা ফুরানো তেলের পিলসুজে
পাশে প্রেয়সীর মুখ ঘুমে আচ্ছন্ন নির্বিকার
অপরাধ যত ঢাকি,চেয়ে দেখি চোখদুটো তার
তারও তো ক্লান্তি আছে, তাই চোখ বুঁজে আসে
ও ঘরে ছেলেটি একা ঘোর তমসার রাত্রিবাসে
বুকে রয়ে গেছে খোলা বই, রাখেনি টেবিলে তুলে
কাছে নিয়ে হাত ফিরিয়ে আনি,ঘুম যদি ভাঙ্গে ছুঁলে
কে পারে ছুঁতে কার অনুভব, তাও হয় কি কভু
কি জানি, যদি কেউ পারে;এমন আশা জাগে তবু।
2022-02-11