অহর্নিশি জেগে থাকার ক্ষণ বদলে
কেউ কি আমায় একটু দেবে ঘুম?
আমার যে খুব ইচ্ছে করে স্বপন ঘোরে
রাতের নরোম গালে দিতে চুম।
মগজ ফুঁড়ে ঘূর্ণি উতল ভাবনা নিয়ে
কেউ কি আমায় নির্ভাবনা দেবে?
যখন তোমার আসবে অমন দিন
তখন না হয় আবার ফেরত নেবে।
মনের ভেতর বরফ জমা শীতল নিয়ে
কেউ কি দেবে একটু গরম ওম?
কেউ কি দেবে এমন আশা,’রবি’র পরে
এই জীবনে আসবে আবার ‘সোম’?
কেউ কি নেবে বুকে জমা দুঃখ পাহাড়
কষ্ট দীপের গলে পড়া মোম?
নিংড়ে নেবে ভয়ের ঘোরে কাঁপন ধরা
সারা দেহের শিউরে ওঠা লোম?