4.5/5 - (2 votes)

তোমাকে ভালোবাসি বলেই
তোমার ঐ মায়াবী চোখে খুন হই বারবার ।

তোমাকে ভালোবাসি বলেই
তোমার খোলা চুলে এলোমেলো করি ফেলি নিজেকে।

তোমাকে ভালোবাসি বলেই
তোমার ঐ টিপে নিজের অস্তিত্বকে খুঁজে ফিরি শতবার।

তোমাকে ভালোবাসি বলেই
তোমার হাসিতে ভুলে যাই কতটা স্বার্থপর মানুষ তুমি ।

তোমাকে ভালোবাসি বলেই
তোমার মিথ্যের বেড়াজালে আটকে পড়ি ইচ্ছে করে ।

তোমাকে ভালোবাসি বলেই
তোমার মধুর স্মৃতিগুলো মনে পড়ে বারংবার ।

তোমাকে ভালোবাসি বলেই
বেহায়া হয় এ অভিমানি মন প্রতিবার ।

তোমাকে ভালোবাসি বলেই
শত অভিমান, শত অভিযোগ সব তুচ্ছ হয়ে যায় এক নিমিষেই ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments