সহযাত্রী
তুমি আর আমি দু’জনেই
তোমার গন্তব্য আলোয়
নিমজ্জিত আমি আঁধারে।
তুমি আছো অট্টালিকায়
আমার বসত মাটিতে,
তুমি বসন্তের কৃষ্ণচূড়া
আমি শীতের ঝরাপাতা,
তুমি সুখ নিদ্রাকোলে
আমি অপেক্ষার প্রহরে।।
সহযাত্রী
তুমি আর আমি দু’জনেই
তোমার গন্তব্য আলোয়
নিমজ্জিত আমি আঁধারে।
তুমি আছো অট্টালিকায়
আমার বসত মাটিতে,
তুমি বসন্তের কৃষ্ণচূড়া
আমি শীতের ঝরাপাতা,
তুমি সুখ নিদ্রাকোলে
আমি অপেক্ষার প্রহরে।।