১৫ই আগস্ট শুধু একটি দিবস নয়,
এ এক আবেগ।
যেদিন আমরা হৃদয়ের অন্তস্থল থেকে
পেশীকে টানটান করে মাথা উঁচু করে বলে উঠি
–” বন্দেমাতরম”।
১৫ই আগস্ট শুধু একটি দিবস নয়,
এ এক অনুভূতি,
যেদিন আমাদের পূর্বপুরুষগন তাদের
পুঞ্জিভূত শক্তিকে একত্রিত করে নির্ভয়ে
হাতে হাত রেখে বলেছিলেন —
“ইংরেজ!! যদি পারো দেখ চেয়ে,
আমাদের শক্তি,
একতা,শৌর্য,সক্ষমতা,দেশমাতৃকার ভক্তি,
আছে ক্ষমতা আমাদের সাথে লড়াই করার!!!
তবে সামনে এসে মুখোমুখি হও।”
১৫ইআগস্ট শুধু একটি দিবস নয়,
এ এক হৃদয়ের উৎফুল্লতা।
যেদিন ১৯৪৭ সালের ভারতের
প্রতিটা প্রতিষ্ঠানে,প্রতিটা কোনায় কোনায়, যেখানে যেখানে মানুষের অস্তিত্ব আছে
কিংবা নেই, ভারতমাতা মাথা তুলে,
রাগরক্তচক্ষু নিয়ে বলেছিল
— “আমি সর্বজয়া, বিপুলবিহারিনী,
ইংরেজ বিতাড়িনী, ব্রিটিশ বধকারিনী ভারতমাতা হা.. হা… হা…।
১৫ইআগস্ট শুধু একটি দিবস নয়,
এ এক অনুরুনন।
যেদিন রক্ত মোদের টগবগ করে ফুটে ওঠে
শিরায় শিরায় ধমনীতে ধমনীতে।
অসীর ঝংকার দিয়ে মোরা
শিরা ফুলিয়ে রাগরক্তচক্ষুতে,
পত পত করে উড্ডীন পতাকার দিকে তাকিয়ে
চিৎকার করে বলে উঠি–
–“বন্দেমাতরম বন্দেভারতম। ‘
১৫ইআগস্ট শুধু একটি দিবস নয়,
এক আবেগানুভূতি এবং উৎফুল্লতার অনুরণন।