রত্নগর্ভা জননী যেমন,
পলকে পলকে হাসে।
আমার চোখে ভারত মাতা,
চমকে চমকে ভাসে।
হেথা আছে নদী,স্রোতস্বিনী
তারুন্যে ভরা বন।
পাহাড় সদা পাহারা দিয়ে,
প্রনাম স্বনাম স্মরন।।
হেথা আছে মরু, নিখিল তরু,
বরফাবৃত সলিল।
মালভূমি জমি,চুমি সমভূমি,
ঐক্যতানের দলিল।।
মনীষারা হেথা,আসে যথা যথা
বীর তেজস্বিনী।
রেখে গেছে স্মৃতি,কিস্তি কিস্তি,
দীপ্ত বিজয়িনী।।
করনা যাতনা, বিশ্ব কতোনা,
ফেটে ওঠে হাহাকারে।
ভারত মাতা,হয়ে যায় ত্রাতা,
ভ্যাক্সিন দেয় সবারে।।
উন্নয়নের বিশাল মশাল,
সুদৃঢ় প্রজাতন্ত্র।
বিশ্ব মাঝারে,উঁচিবে শীরে,
উন্নত গনতন্ত্র।।