মানুষ! এক ঘৃন্য জীব
*************
সুজিত কুমার ভৌমিক
যারে তুমি ভালোবাস, দেবে যে আঘাত।
বিশ্বাসের বদ্ধমৃলে, দেবে পদাঘাত।।
তোমার সামনে যারা,বাহ বাহ করে।
পেছনেতে তারা সব, বাক্য ছুরি মারে।।
মিত্র মিত্র সবাই,চারিদিকে ঘোরে।
তবু কোথায় মিত্র?মিত্রাকাল ওরে।।
আজ যাকে মনে হয়,মিত্র সে সুজন।
কাল তাকে দেখি যেন,অতিব কুজন।।
পরশুতে সেই কুজন,হাতে নিয়ে ছুরি।
সুসময়ের কথাগুলো,রং দেয় চড়ি।
বন্ধু কথাটা আজ,মিথ্যের ঢেলা।
বদমাশি,শত্রুতা, কাদার গালা।।
তবু ও যন্ত্রনাতে, গুমরে গুমরে,
বন্ধু হাতড়াই,অন্ধকার ঘোরে।।
আমার মনেতে জাগে,”কে আসল মানুষ?
কার মধ্যে খুঁজে পাব,মনুষ্যত্বের ফানুশ? ”
বাস্তব বিদ্রুপে বলে-” তুই মূর্খ আজীব।
মনে রাখিস এ কথা,মানুষ! এক ঘৃন্য জীব।। “