Review This Poem

পৌলমীর হাত
****************
সুজিত কুমার ভৌমিক
********************

খেলার তালে ছোট্ট মেয়েটি,
গেছিল বাগান ধারে।
দেখিল এক গোলাকার কিছু,
পড়ে ফুলেদের সারে।।

আনন্দেতে ফিকফিক হেসে,
কুড়িয়ে নিল সেটি।
এমন সময় ভীষন শব্দে,
কেঁদে উঠিল বেটি।।

“মা,মাগো,মা,ভীষন ব্যথা,
বাঁচা ও বাঁচা ও মা মোকে”।
আঁৎকে দেখে মা বলিল-
“পৌলমী!কী দেখি এ তোকে?”।।

রক্তে ভেসে যায় শরীর,
কেঁপে কেঁপে যায় বপু।
বাম হাতটা নিয়ে গেছে তার,
পজ্ঞায়েত ভোট বাপু।

জ্ঞ্যান হারিয়ে মাতার কোলে,
সেরে ওঠে ধীরে ধীরে।
মাকে বলে -“ওগো মাতা,
পাবনা কী হাত ফিরে?”

কেঁদে কেঁদে মাতা, বলে তারে,
আঁচলেতে মুখ মুছি-
“ভোট বোমা তোর শেষ করেছে,
ভবিষ্যৎটাই ঘুঁচি।”

ক্ষনে ক্ষনে তাই কেঁদে বলে,
পৌলমীর হত মন-
“ওগো ঠাকুর, দাও ফিরিয়ে,
বাম হাতটার পন।”

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments