নববর্ষের বার্তা
**************
সুজিত কুমার ভৌমিক
********************
ঘুমিয়ে আছি গভীর ভাবে,
গভীর নিশ্বাসে।
হঠাৎ দেখি কেউ যে এল,
মম বিছানা পাশে।।
বলিল মোরে ফিসফসিয়ে,
আমি নববর্ষ।
আর ঘুমোস না,উঠে পড়,
নিয়ে নব হর্ষ।।
মনে মনে একঝলক,
ভাবিলাম স্মরনে।
গত বৎসর দুঃখে গেছে,
কেরল বন্যা মরনে।।
আবার যদি বন্যা হয়,
আবার হয় মরন।
চাইনা এমন নববর্ষ,
চাইনা এমন বরন।।
আশ্বাস দিয়ে বলল মোকে,
পুরনো ভুলে যাও।
নব হর্ষে, নব বর্ষে,
মন বুদ্ধি দাও।।
এই সময় ভোরের আলো,
ঢুকল জানালা দিয়ে।
দরজা খুলে ছুটে গেলাম,
নতুন আশা নিয়ে।।
সর্ব প্রথম তোমারে পেলাম,
দিতে নতুন বার্তা।
সুখে থেকো,ভালো থেকো,
হোক শুভ যাত্রা।