কাঁচাকাঁচি
—————
সুজিত কুমার ভৌমিক
কাঁচা হলে বয়সটা,কত কথা আসে মনে,
কাঁচামন প্রেমে পড়ে,গনগনে আগুনে।।
কাঁচা হলে অংকতে,বোকা কই তাহারে,
কাঁচা আমে নুন দিলে,জিভে জল আহারে ।।
কাঁচা জ্ঞানে কিছু হলে,কাঁচা কাজ বলি তারে।
কাঁচা হাতে কাজ হলে, পস্তাতে হবে পরে।।
কাঁচা ঘুম ভেঙ্গে গেলে,রাগ আসে মাথাতে।
কাঁচা চুলে পাক এলে,বুঝবে তুমি প্রাগ্যতে।।
কাঁচা ঘর ভেঙ্গে যায়,বৃষ্টিটা জোর হলে।
কাঁচা ছেলে পাকা হয়,সঙ্গীটা কাছে পেলে।।
কাঁচা সোনা পাকা হয়,খাদখানি মিশিয়ে,
কাঁচামাল না হলে,কারখানা বন্ধ যে।।