ভাবনার গহ্বরে লুকিয়ে আছো,
কই?টের পেলাম না তো!
পিপাসার অন্তরালে থেকে গেলে,
কই? নাগাল পেলাম না তো!
অনুভূতির আড়ালে রয়ে গেলে,
কই?অনুভব হলো না তো!
স্পর্শ হয়ে রলে
কই? পরশ পেলাম না তো!
স্পর্শহীন,ভাবনাহীন, অনুভূতিহীন,
তৃষ্ণাহীন,নীরস পাথর আমি!
আমার আকাঙ্খাহীন হৃদয়ে কোনো মৌসুমই নেই,
নেই কোনো ফাগুন।
বরষার আনাগোনা নেই,
এ যেন এক শুষ্ক বালুচর!
আছে কেবল স্তব্ধতা,
আছে অন্তহীন বিরহ,
তাই বলে পাওয়ার মোহ নয়!
2021-08-17