বাংলা কবিতা, রাত্রি কবিতা, কবি সুজন মজুমদার - কবিতা অঞ্চল
Review This Poem

রাত্রি,
তুমি কি এই নিঃসঙ্গ গ্রহচারীর
সঙ্গী হবে?
তোমাকে নিয়ে আমি নীরবে হাঁটবো ।
ঐ কাছের নদীটায়,
ঘাটে বাঁধা নৌকার মাথায়
পা ঝুলিয়ে বসে গল্প করব।
তুমি না হয় কিছু না ই বললে,
কেবল কান পেতে থাকবে,
আমি তোমার কানে
চুপি চুপি ভাঙা গলায়
কবিতা বলব, কেমন?
তুমি কি রাজি?

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments