হে নব বৈশাখ,
তোমায় কী করে আজ নেব যে বরণ করে!
বরণডালায় নাই কো কুসুম কলি,
ধূলিমাঝে আছে শূন্য পড়ে ।
এত সুর এত গান হলো আজ অবসান
প্রেমময় পৃথ্বী বিষাদে গিয়েছে ভরে,
বসন্তের বিষাদে অন্তর জড়জড়
আনন্দ গীতি গাইব কেমন করে?
হে নব বৈশাখ,
তোমায় কী করে আজ নেব যে বরণ করে!
বরণডালায় নাই কো কুসুম কলি,
ধূলিমাঝে আছে শূন্য পড়ে ।
এত সুর এত গান হলো আজ অবসান
প্রেমময় পৃথ্বী বিষাদে গিয়েছে ভরে,
বসন্তের বিষাদে অন্তর জড়জড়
আনন্দ গীতি গাইব কেমন করে?