তুমি যদি বলো অকূল পাথারে
সাঁতার দিতে রাজি,
তুমি যদি বলো হিমালয় ভাঙি
পাথর আনতে রাজি।
তুমি যদি বলো দূর অম্বরের চন্দ্রমা ধরি দিতে,
নিমেষে দেখিবে লুটায় তাহা তোমার চরণ পাতে।
তুমি যদি বলো সিন্ধুতলের রত্ন আমার চাই,
সেচিয়া ফেলিব সাগর আমি যদি না রতন পাই।
তুমি যদি বলো অনন্ত সুখে ভরিয়ে দিতে হবে,
ভবের দুঃখ নাশিব আমি
আহিয়া ভৈরবে ।
তুমি যদি বল পৃথিবীর সব সুধা এনে দিতে হবে,
অধরের সুধা ঢালি দিব আমি পিয়াস না মিটে যবে।।