3/5 - (1 vote)

বৃষ্টিনিষ্ঠুর তোমার মন
বজ্রপল্লব সমর্থন
শহরময়

শান্ত টিপটিপ সময় আজ
মেঘলা চরকায় হাতের কাজ
সহজ নয়।

রাস্তানির্ভর অলসছাপ
বন্ধুতার্কিক কফির কাপ
ধোঁয়ার নীল…

অল্প খদ্দের দোকানপাট
স্পর্শবিদ্যুৎ চেনায় জাত…
সহনশীল।

সঙ্গীভঙ্গুর তোমার মন
বজ্রপল্লব সমর্থন
শহরময়-

একলা রেনকোট বাঁধনহীন
মিথ্যে কান্নায় ফেরার দিন
সহজ নয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments