3/5 - (2 votes)

না, আমি কোনও দিন বুঝতে পারব না
আসলে কাকে বলে ঝড়ের ভয় –
যদিও দুর্যোগ এসেছে বহুবার,
তবুও এই ঝড় আমার নয়।

আমি তো উপকূলে বছরে তিন দিন।
রিসর্ট ভাড়া ক’রে সপরিবার।
আমি তো বস্তিকে কাঁথার মতো দেখি,
যদি-বা জোটে প্লেনে জানলা-ধার।

যাদের ঘরই নেই, রাস্তা সম্বল
যাদের হাতে আজও যায়নি ত্রাণ,
তাদের কোনও ছবি আমার ঘরে নেই।
বিপদে পাশে আছে গীতবিতান।

ঝড়ের রাতে লোকে হাঁটছে শুনি নাকি?
যেন-বা পরিযায়ী পাখির দল?
আজি সে-অভিসারে বর্ষা হানা দেবে।
বন্ধু হে আমার, জলকে চল…

এ-লেখা ল্যাপটপে শান্ত ফুটে ওঠে।
বাহিরে ঝড় বহে, বাতাস জোর
প্রধান সংকট, রাতে কী মেনু হবে।
হৃদয় চিরকাল বিষাদখোর।

খবর শুনে টি.ভি. বন্ধ করে বলি:
“কোল্যাটেরালে হবে, এটুকু ক্ষয়…”
যদিও দুর্যোগ এসেছে বহুবার,
তবুও এই ঝড় আমার নয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments