দিনটা অন্যসব দিনের মতই ছিল
হাবিজাবি ছাইপাঁশ খবরের ভীড়ে
দ্বিপ্রহরে খবর এলো
সে নেই,
হারিয়েছে সে শ্বেতশুভ্র ভূখণ্ডে!
ধূসর শূন্যতায়
আমি নির্বিকার নিঃসাড়,
এতকাল উন্মুক্ত নিঁখুত মস্তিষ্ক আমার
এখন কিছু বিচিত্র অবিশ্বাসীদের দলে!
দিনটা অন্যসব দিনের মতই ছিল
হাবিজাবি ছাইপাঁশ খবরের ভীড়ে
দ্বিপ্রহরে খবর এলো
সে নেই,
হারিয়েছে সে শ্বেতশুভ্র ভূখণ্ডে!
ধূসর শূন্যতায়
আমি নির্বিকার নিঃসাড়,
এতকাল উন্মুক্ত নিঁখুত মস্তিষ্ক আমার
এখন কিছু বিচিত্র অবিশ্বাসীদের দলে!