বাংলা কবিতা, ভালোবাসার স্বপ্ন কবিতা, কবি সৃজন শারফিনুল - কবিতা অঞ্চল
3.9/5 - (7 votes)

স্বপ্নবেচার শহরে আমি স্বপ্নদেখি সারাক্ষণ..
স্বপ্নবেচার শহরে আমি স্বপ্নদেখি অগণিত,
-স্বপ্ন পরখ করে দেখবি?
-দামি স্বপ্ন দেখতে টাকা লাগে
তোর ময়লা টাকার নোনতা গন্ধ বলছে-
তুই একটা ছোটলোক!!
-আমি হাসি,টাকার গায়ে ছোটলোক বড়লোক লেখা থাকে নাকি??
-অল্প টাকার স্বপ্ন অল্প!
আর তার গন্ধ হয় নোনতা।
আর অনেক টাকায় এত্তোবড় স্বপ্ন!!
কিন্তু স্বাদ গন্ধহীন স্বপ্ন…হা হা হা।
-ছন্ধহীন মানুষের স্বপগুলো বুঝি হ য ব র ল?
জানিস-
তোর নীল চোখের দিকে তাকিয়েও আমিও স্বপ্নদেখি।
কি স্বপ্ন জানিস?
ভালোবাসার স্বপ্ন,
তোকে জড়িয়ে ধরে ওই চোখের দিকে তাকিয়ে
হাজারটা জনম পার করে দেয়ার স্বপ্ন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments