কিছু সহজ সরলতাকে সাক্ষী করে
আবারো নতুন করে বাচার তাগিদে দিন গুনেছিলাম আমি,
দিন কতক যাওয়ার পর বুঝতে পারলাম
আমি পৃথিবীর বাইরের কোন মানুষ।
মানিয়ে চলতে হবে,
কিংবা মেকি হাসি দিয়ে বলতে হবে
আমি ভালো আছি!
হ্নদয়ের মৃত্যু নিশ্চিত হবার পর
বেচে থাকা যায়!
তবে সে বেচে থাকা ক্লান্তিকর,
নিরর্থক আর নির্মম!