বাংলা কবিতা, ছাপচিত্র কবিতা, কবি সৃজন শারফিনুল - কবিতা অঞ্চল
4/5 - (3 votes)

অনেক দেরি হয়ে গেছে,
নিজের কাছ থেকে পালিয়ে কতদূর?
কতদূর সত্যিকার অর্থে প্রাসঙ্গিক?
প্রিয়া,
ততদিনে একটা ভুল সমীকরণ হতে সৃষ্ট গভীর রাত নিঃশব্দে অন্ধকারের অতলে লুকাবে।
টুপ টাপ সে শব্দরা থেকে যাবে ঠান্ডা ভেজা ফুসফুসে,
আর জমাট বাধা অনুভূতিরা সাজাবে পৃথিবীর তাবত জলজ সংসার।
অতঃপর
রাতের আকাশে শেষভাগে জ্বলজ্বল করে উঁকি দেবে সজল সন্ধ্যাতারা।
তখন তোমার নিরপরাধ মুখাবয়বে থাকবে প্রেম,
থাকবে কিছু বৃষ্টিস্নাত শীতল ছাপচিত্র।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments