–
তুমি একা,
হাজারটা মানুষের ভীড়ে
তুমি শুন্য,
হাজারটা গল্পের আক্রোশে,
তুমি নিশ্চুপ,
হাজারটা কথার বিস্ফোরণে,
এই দেখানোর সমাজে
তুমিও দেখিয়ে যাচ্ছ নিজেকে
সকল আঙ্গিকে।
কিন্তু কয়জন বুঝতে পেরেছে তোমায়
কয়জন বুঝেছে তোমার অন্তরাত্মাকে?
–
ছন্দপতন জীবনের মানেই হল যন্ত্রনা
যার শুরু হলে আমৃত্যু এর শেষ নেই।
বৃষ্টির জন্য অপেক্ষা করছি
যদি আসে কখনো শুকনো কান্না মুছে দিয়ে যাবে।