আমি হয়তো আমার কাছেই বড্ড বেমানান,
আর প্রেম পরা বৃত্তের সমীকরণে যে অনন্তকালের বেখেয়ালী।
হবেই বা না কেন,
সিগারেটের নিকোটিন আমার ভেতরটাকে অনেকটাই নির্বর্ষ আর ঝাঁঝরা করে দিয়েছে।
এখানে তোমার ভালবাসা রাখলে সহসায় বাষ্প হয়ে উড়ে যাবে এটা নিশ্চিত
আমার হিংস্র হৃদয় ভালবাসতে জানে না
এখানে নেই কোন সরল আবেগের ঠিকানা,নেই কোন উষ্ণচুম্বনের অনুভুতি!
আছে শুধুই আদিম বন্যতা!