মানুষটা নিজের আবেগ কে অতিমাত্রায় কন্ট্রোল করতে পারে,
অন্যের খুব সুক্ষ্ম অনুভূতিগুলো সে বিশদ ভাবে বিশ্লেষণ করতে পারে,
ভিষণ খুত খুতে স্বভাবের জন্য জীবনের অনেকটা সময় সে একা!
তার ভালবাসার বহি:প্রকাশ হয় খুব ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার গুলোতে।
একটা অসম্ভব রকমের ভালবাসার সত্তা লুকিয়ে আছে তার হ্নদয়ে।
আর একটা বিশেষ নিবিড়তা প্রতিনিধিত্ব করে তার মনে,যেখানে সে হেরে যায় বার বার,
যদিও সে চায় খুব আষ্টেপৃষ্টে বেধে রাখতে
কিন্তু সেই বিশেষ হতাশা আর আড়ষ্টতা তাকে তার মত করে মেলতে দেয় না,
ভালবাসার বিচারে সে আর তার মন একে অপরের বিপ্রতীপ।
মজার ব্যাপার হল তার একাকিত্ব কে সে বুঝতে পারে না,
হয়তো সে আর সেভাবে খোজেনি নিজেকে।
তার আনমনে নিঃশব্দে একাকী এই পথ চলার, তার প্রতিটা দীর্ঘশ্বাস,
আর একগুচ্ছ ময়াময়ী হাসির অমরসঙ্গী হবো আমি।
তার ভেতরের মানুষটা কে জানার ইচ্ছা আরও প্রবলতর হচ্ছে,
থেমে যাক সময়,পরিবর্তন হোক তারাদের গতিপথ,আমি চাই অনন্ত অনাদিকাল
সে আমার পাশে থাকুক।
ঠিক এইভাবে যেভাবে আমি চাই তাকে।