আমার সাথে মিশতে এসো না বলছি,
আদৌ আমি তোমার আকাশে সাদা স্বচ্ছ,ভাসমান
মেঘেদের দেখতে পাব কি না, জানিনা।
জানো,
অচেনা সুখের সাথে আমার দৃঢ়তা প্রকট,
ভালোবাসা বলতে কোন কিছুই এখন আর অবশিষ্ট
নেই আমার কাছে।
আমার বাদামি রঙ্গের দুঃখগুলোকে ছুঁতে এসো না
অক্লেশে পুড়ে যাবে তুমিও,
নৎসি ক্লেদের ইস্পাতে প্রতিনিয়ত
সুনামি উঠে আমার মনের সিংহাসনে।
আমার রক্তিম নিঃশ্বাসে দ্রোহের আগুন
টগবগ করে ওঠে,
তখন জেঁকে বসে এক অশান্ত উৎসব।
তাই বলছি, চলে যাও তুমি
চলে যাও ঐ দূর দিগন্তে…
আমি ফিরে আসবো না,
আমার জন্য অপেক্ষা করো না।
তবে মনেরেখ-
চলে গেলেও আমার পেলব সত্যের গন্ধ
তুমি ঠিক শুকতে পাবে।
জানি,
মৃত্যুর পর আমার ডালপালা গুলো বেঁচে থাকবে
তোমার দেহের প্রত্যেকটা শিরা উপ-শিরায় ।
2021-01-07