আমার বিবর্ন মনে তোমার আবির্ভাব আজ থেকে নয় সেই সহস্রবদ্বি কাল থেকে,
তোমার অবচেতন মন বোঝে কি সে ভাষা?
সে আকুতি?
সে ভালবাসা?
বিবেক বোধহীন তোমার মন
মিথ্যে চাকচিক্যের বেড়াজালে আটকে যায়.।
অতঃপর দিনের শেষলগ্নে আধারে যখন নিমজ্জিত হয় পৃথিবীর তাবত সংসার,
তখন তুমি আমি নামন দুটি প্রান ভালবাসার খোজে একে অপরের কাছ থেকে।
ইট কাঠ আর পাথরের জরাজীর্ণ এই পৃথিবী থেকে
ভালবাসা নামের স্নিগ্ধ অনুভবটি বিদায় নিয়েছে বহুদিন আগে।
বিলুপ্তপ্রায় কিছুটা অনুভব রেখে দিয়েছি তোমার জন্যে প্রিয়া,এ অনুভব থেকে আবার জাগ্রত হবে
নতুন প্রানের
পৃথিবী তার ভালবাসায় আবার পরিপূর্ণ হবে,
সমস্ত অমানবিক ধংশস্তপের অপর দাড়িয়ে স্মিত হাসিতে আবার জানান দিবে তার অস্তিত্বের…।
তখন সবুজবীথিতে সাজবে এ ধরিত্রী আরো একবার নতুন করে,
এ আমার ঢৃড় অঙ্গীকার।