Review This Poem

দই ফুচকা খেতে খেতে তুমি খেয়ে ফেলো আমার চোখ।

মনোযোগের পাঠ নাও ফুচকার দানায়।
আমি- ব্যাকবেঞ্চের ছাত্র। আনমনে প্লেটে ঢালি ঝুরিভাজা

ভাবনার গভীরে প্রবেশের আগেই কেঁপে উঠি। ওয়েটারের সফ্ট ড্রিংক্স সার্ভের ভেতর তোমাকে ফিরে পাই বাস্তবে।

অথচ- তুমি ধরা দাও আরো অধিক উষ্ণ হয়ে

সহসা- নাজমা’দির ক্যামেরার ফ্লাশও ফাঁকি দিয়ে যায়

কারণ এর চে’ অধিক ধাঁধানো ফ্লাশ ধরে রাখো যেনো-বা তোমার কপালের ওপর।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments