ধরো নাও, আমাদের হয়েছে পাখিজন্ম
কিচিরমিচির। ভোকাল কর্ডে উচ্চারিত হতো দুজনের
ভেবে নাও চিত্রকল্প
আহারের জন্য— ঠোঁট ও উদর
ঘুমের জন্য— জোড়া চোখ
সঙ্গমের জন্য— সহায়ক ব্যবস্থা
উড়তে সহজাত ডানা, হাঁটবো বলে পা’জোড়া।
সৃষ্টিতত্ত্ব অনুসারে, স্তন থাকে না মেয়েলি পাখিদের;
থাকে না মাথায় কোনরূপ কুঙ্কুম আঁকার সিঁথি
আমার কি লোভ থাকতো না মানুষের মতন?ধারণা করি, মন বা মাঙস ছাড়া জোটক অসম্পূর্ণ
যেহেতু পাখি’রা স্তন্যপায়ী নয়, নিশ্চয় তোমার মাঝে আঁকা থাকতো কোনো এক কুঙ্কুমচিহ্ন!