ধরো, লেইস ফিতা…..
হাঁক দিচ্ছে ফেরিওয়ালা।
তুমি ছুটে এলে। পাতা হতে কয়েকটি টিপ ট্রায়াল দিতেছ কপালে।
ফেরিওয়ালা দ্যাখতেছে পুলকিত চোখে তোমারে, দরদাম করতেছ— পরস্পর।
আমি উদ্দেশ্যবিহীন হেঁটে যাচ্ছি তোমার বাড়ির পাশ দিয়ে।
এমন চিত্রকল্পে—
আমার কি হিংসে হবে?
জেনেছি, সাধনায় বশীভূত হয় ষড়রিপুর পীড়ন!