3/5 - (1 vote)

একটা পরিচিত হাত ক্রমশ বাড়াচ্ছে দূরত্ব
আবছা শরীরটা পাশ ফিরেছে
দেহের ওপর বয়ে চলছে অজানা শত্রুর আক্রমণ,
হিংসা, বারুদ, চেহারা নিচ্ছে অপ্রত্যাশিত দাবানলের
যার আগুন অদমনিও, অজেও
কীভাবে বয়ান করি আমিও নিহত হচ্ছি প্রতিদিন
কোন সূত্রে জানান দেব কতোটা বেচেঁ আছি বললে ভালো থাকা যায়
তোমাকে তো অনেক কাছে পেয়েছিলাম আমি
এক নতুন মাত্রা এনে দিয়েছিল তখনকার সময়গুলো
হটাৎ এক ঝড় এলো,
শুধু ঝড় না, এলো প্রচণ্ড রকম একা থাকা কালবৈশাখী
যার আগুন এখনও বিষের চেয়েও বড়ো অসস্থির জিনিস,
যে সাম্রাজ্য বাড়াবো বলে পা বাড়িয়েছিলাম
আজ তার দুয়ারে দাঁড়িয়ে আছে আমার শবদেহ
এভাবে চুপ করে থেকে আর কতদিন বেচেঁ থাকবো?
এবার নাহয় শান্ত হই, মিলিয়ে যাই ধরাতলে
তুমি থেকো তোমারই মত ভীষণ কঠিন বেড়াজালে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments