ও মেঘ তুই অনেক বড়
আকাশ জুড়ে ঘর।
দুটো ফ্রক পড়া মেঘ,
গাছের মতো বর।
কবে যে এত শান্ত হলি
গিন্নির মতো ভারি,
মেয়েবেলার রান্নাবাটি
ওদের সাথে আড়ি?
একটু রোদ উঠলেই
কি ভয়টা পেতিস তুই,
কেমন আছিস খরার দেশে
পারি দিয়ে বিদেশ বিভুঁই?
ও মেঘ তুই অনেক বড়
আকাশ জুড়ে ঘর।
দুটো ফ্রক পড়া মেঘ,
গাছের মতো বর।
কবে যে এত শান্ত হলি
গিন্নির মতো ভারি,
মেয়েবেলার রান্নাবাটি
ওদের সাথে আড়ি?
একটু রোদ উঠলেই
কি ভয়টা পেতিস তুই,
কেমন আছিস খরার দেশে
পারি দিয়ে বিদেশ বিভুঁই?