বিষাদ ছায়ায় নেশাতুর অবাধ্য লিপি
খুঁজে যায় স্মৃতির তাজমহল অনবধি
মন হারায়, শরীরী মায়ায়,
হৃদয় বলে, আকাশে এখন এক চিলতে
আলো আসে, আমার উঠানের ঘাস
হেসে ওঠে আনমনে
আমি ফিরে চাইতাম, অবাধ্য ইটের দেয়ালে
ফোটা ফুল
নিঃস্ব, একাকি, তবুও অনিমেষে বাঁচে
ভালোবেসে এই আলোকে –
আমার শরীরে ফোটায় ফুল, জগতের সব ভুল
আনাচে কানাচে ঝাপসা গ্লাসের ফাঁকে বৃষ্টি ছিল বহুদূর;
তবুও বিষে ভরা নগরীর একা প্রান্তরে
রোজ বেঁচে থাকি, অবহেলা মেনে নিয়ে।
অমানুষের হৃৎপিণ্ডে জাগে না ভালোবাসা
নিকোটিনে খাণিক দূ;সহ অভিযাত্রা
গড়ছে প্রাচীর, মাস্তুল হাতে দঁড়িতে মিস্ত্রী ঝুলে শূণ্যে
এখনও জাগে না মানুষ,
রূপকথায় বুর্জোয়া গান ধরে শৈশবের রাজপুরী নয় দূরে
ভুলের পাণ্ডুলিপিতে আমাকে খুঁজে ফিরি আমাকে
যা আছে, অল্প তাতে হবে কি?
আরোও না চাই এই এই সংসারে
প্রলাপে,লোভে যাই ডুবে যাই
আমি কি ছিলাম! কি হব ভুলেছি তাই
পারছি না কিছুতেই বাদ দিতে আমাকে
আমার প্রতিশোধে মানুষ ভিলেইন সাজে
আমি হেরে যাই বারে বারে ।
তবুও ডাকি তোমায়, তবুও আমার আকাশচারী তুমি।
2021-07-22