চাই তো উড়বার, ডানা ঝাপটাইবার
বুকের ভেতর ব্যাথাখান ক্রমশ বাড়ে।
পারদ নিচে নাইম্যা, শীতল আমার গতর
পরাণের গহীনে চেহারাখান ভিটার লাহান ভাসে।
ছাইড়্যা আইস্যাও পরাণ কান্দে
ছাইড়্যা দিয়াও দেখবার স্বাদ হয়।
আমি আসলে কিডা চাই?
আবার মগজের ভিতর উথালপাথাল আওয়াজ হয়।
ফুসফুসে কি জানি হয়, আমার শরীরে হাওয়া আসে না
চোখের সামনে তুমি আইস্যা পড় কেবল।
তোমারে না ছাইড়া আইল্যাম গাঙের জলের গহীনে?
আমারে সামনে কেমনে আইল্যা তুমি?
শাড়িখান তো দেহি, অহনও ভেজা!
শুকাইব্যার সময় হয় নাই এদ্দিনেও?
একি কই গেলা চইল্যা আবার?
একি আমার পাখনা আইলো কোত্থেকে?
কোন দিকে উড়মু? চাইরদিকে তো কেবল শূণ্যতা।
2021-07-22