Review This Poem

আপনার ছিলেন বলেই আজ আমরা আছি।
চির যৌবনা বাংলায় ধরলা,তিস্তা বয়ে চলে
আপনারা ছিলেন বলেই
আমার আমাদের অধিকার ফিরে পেয়েছি
রক্তের দামে কেনা কলমে লিখেছি আমার ঠিকানা
পদ্মা,মেঘনা,যমুনা।
আপনারা ছিলেন বলেই আজ উচ্চস্বরে রাজপথে স্লোগানে নামি,
আমি আমার গনতন্ত্রকে পেয়েছি
আপনারা ছিলেন বলেই আজ অধিকার নিয়ে বিক্ষোভ,অনশন করি।
যমুনা সেতু থেকে পদ্মার বহুমুখী সেতু
এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মেট্রোরেল
মহাশুন্যে ভাসচ্ছে স্যাটেলাইট বঙ্গবন্ধু।
আপনারা ছিলেন বলেই
বাংলার সূর্য উদিত হয়েছিলো পূর্বাকাশে
এই শরৎ,এই হেমন্ত,এই বসন্ত দিগন্তের ফসলের মাঠ তিন নদীর মোহনা পহাড়ের বুকে চিরে ঝর্ণা
সবুজ অরন্য তারা সবাই পেয়েছে বাংলাকে।
আপনারা কে?
এই প্রশ্নের উত্তর কিংবদন্তির কাব্য জানে
এক মহাইতিহাস এক মহাযুগ এক রক্তাক্ত মার্চ জানে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments