আমার কিছু কষ্ট আছে
নষ্ট হবার কষ্ট !
আমার কিছু গল্প আছে
আমার কিছু স্বপ্ন আছে
উদাস হবার ইচ্ছে আছে।
যে ছেলেটার স্কুলে
খেলার মাঠে হাটে-বাজারে
মন ভাঙ্গত উপহাস আর বিদ্রুপে
সে ছেলেটার হাসির মাঝে
অনেক ইতিহাস লুকিয়ে আছে।
আমার কিছু কষ্ট আছে
নষ্ট হবার কষ্ট আছে
আমার কিছু অভিমান আছে
কথা দিয়ে তবুয়ো রাখেনি সে।
আমার কিছু যন্ত্রণা আছে
প্রতি রাতের মন্ত্রণা যে
আমার বুকে আঘাত আছে
হয়তো একদিন…..
আমার কিছু অনুরোধ আছে
সবার মতো বিরোধ আছে
আমার কাঁচা স্বপ্ন গুলো
অকাল বয়সে মরে গেছে।
তবে যাই হোক:
আমিয়ো একদিন জ্বলে উঠবো
জনগনের জননেতা হবো,
আমার কথায় হাজার লোকে
স্লোগান দিয়ে উঠবে সবে।
না’না, ইচ্ছে ছিলো কবি হবো
মনের খেয়ালে কবিতা লিখবো।
ইচ্ছে করে যুদ্ধের মাঠে বীরসেনানী
রনঙ্গনে জয়োউল্লাসে প্রাণ দেবো।
ইচ্ছে ছিলো,ইচ্ছে ছিলো
তোমায় নিয়ে….
আমার কিছু কষ্ট আছে
নষ্ট হবার কষ্ট ছিলো।