4/5 - (15 votes)

জীবন যেখানে যতভাবেই
তোমাকে আঁকড়ে ধরুক না কেন
হৃদয় তোমার যত কথাই বলুক না কেন
মন তোমার যেভাবেই নাড়া দিক না কেন
বিবেক বলে এক চরম বস্তু
তোমার পথ আঁকড়ে ধরবেই।

যুক্তির কট্টর বাঁধায়
তুমি বাঁধা পরবেই
এই নিয়মের ছক তুমি যতই অস্বীকার কর না কেন
বাস্তবতা তার সীমাহীন ডানা নিয়ে
যখন সামনে এসে দাঁড়াবে
তখন তাকে অস্বীকার করার সাহস বা বুদ্ধি
কোনটাই তোমার আছে কিনা
তা নিয়ে প্রশ্নবিদ্ধ হবে তুমি।

জীবনের স্রোতধারায় কত ভাবনা
কত শত অচেনা ভয়
হাহাকার করে ওঠে যখন মনের গহীনে
আত্মসচেতন এ মন
সদাই রয় নির্বিকার।

কেননা জীবনের এই কঠিন আত্মপলব্ধি
আর তাহার দৃশ্যপট বাস্তবতায় পেয়ে
চকিতে চমকে উঠবে তুমি!
মৌনতাই তখন জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়াবে
আর তাতো আজ জীবনের এই বেলায় মেনে নেয়া কঠিন।

বাস্তবতা স্বপ্ন নয়
কঠিন স্বপ্নচেরা গল্প
তাই আজ এ অবেলায় তাকে নাড়াচাড়াই করা যায়
তা নিয়ে স্বপ্ন বাঁধা যায় না।

সফেদ বিহঙ্গ

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments