আত্মহত্যা যদি মহা পাপ না হতো তাহলে আমার আত্মহত্যা রেগোলারি হতো।
তবে সমস্যা নাই শারিরিক আত্মহত্যা না হলে কি হবে
মানোসিক আত্মহত্যা রেগোলারি হয়।
সকালে ঘুমথেকে উঠে মন আমার ভাবে য়ে আজ ভালো হবে।
দুপুর হলে মন আমার চিন্তাই পরে যায়।
মন আবার বিকাল বেলায় ভেঙ্গে যায়।
আধার নামলে মন আমার আত্মহত্যার কথা ভাবে।
আত্মহত্যা করে মন
গভির রাত হলে।
এই হলো আমার মন
মানোসিক আত্মহত্যার মধ্যেই সীমাবদ্ধ।
তবে সমস্যা নাই শারিরিক আত্মহত্যা হলেই হবে
মানোসিক আত্মহত্যার অবসান।
2022-04-11