প্রিয় বসন্তীনি
– সাকিব আহম্মেদ স্নিগ্ধ
প্রিয় বসন্তীনি,
বসন্তের কোকিল হয়ে ধরা দাও আমার পানে।
আমি শিমুল হয়ে জড়িয়ে রবো তোমার কন্ঠ জুড়ে,
আর বসন্তের গান গাইবো দু’জনে মিলে।
প্রিয় বসন্তীনি।
প্রিয় বসন্তীনি,
তুমি কৃষ্ণচুড়া হয়ে ফোটো,
আমি ভ্রমরা হয়ে ফুলের মধু আহরণ করবো।
আর কোকিলের কুহু কুহু সুরে বসন্তের হাওয়ায় উড়ে উড়ে
ভালোবাসার গান গাইবো। ভালোবাসি,
প্রিয় বসন্তীনি।
প্রিয় বসন্তীনি,
এই ঋতুরাজ বসন্তে, বাসন্তী শাড়ী,
সাদা-কালো রেশমি চুড়ি আর খোঁপায় গাঁদা ফুলে
তোমার উঞ্চতা যেন সবটুকুই জুড়ে ছেয়ে গেছে এ বসন্তে।
আর আমি বিভোর হয়ে গেছি, তোমার স্নিগ্ধতাতে।
প্রিয় বসন্তীনি।
প্রিয় বসন্তীনি,
শিমুল বটের তলে
তোমায় নিয়ে ছন্দ সাজাই আমি, আপন মনে।
ছন্দের তালে তালে, মৃদু বাতাসে গানে গানে বলি যে,
ভালোবাসি তোমায় আমি,
প্রিয় বসন্তীনি।