3.5/5 - (2 votes)

গত পরশু আবারও
মোটাতাজাকরণ ইনজেকশন খেয়ে
দক্ষিণ পাড়ায় তিনটি গরু মরেছে
শকুনের সে কি আনন্দ
দল বেধে ছিঁড়ে খুবলে খেয়ে গেলো

দেহবলের দাপাদাপিতে
যে শকুনটি বেশি ঠুকরেছিলো
বিষক্রিয়ায় গতকাল তার মৃত্যুসংবাদ পেয়েছি
উত্তর পাড়ার বিলে মরে পড়ে আছে
তাকে কেউ দেখতে যায়নি
পাখিদের সরকারে সে বিরোধী দল করতো

পশ্চিম পাড়ায় আজ মানুষ মরেছে
শোকের মাতমে গগনবিদারী কান্নার আওয়াজ
মসজিদের মাইকে ঘোষণা হচ্ছে
জানাযায় অংশগ্রহণ করে রুহের মাগফিরাত কামনা করার জন্য

গরুমরার শোকে রহিম অনেক দিন অসুস্থ ছিলো
কেউ দেখতে আসেনি, কেউ একবারও বলেনি
সুদ হারাম, অবৈধ পন্থায় মোটাতাজাকরণ মৃত্যুঝুঁকি বাড়ায়
আজ বাড়ি ভর্তি মানুষ, সবাই শোকার্ত রাষ্ট্রীয় কায়দায়

 

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments