সংযমী হতে কাউকে যেতে হয় না গহিন বনে
একটি আকাশমুখী গাছ ও পাতা নিস্পৃহ ঋজু
আমাদের শিক্ষা নেওয়া উচিত তাদের থেকেই
একপায়ে দাঁড়িয়ে আছে কবর-ঘাটের চৌকাঠ
বহু মৃত্যুপথে যাত্রীর হিসাব রেখেছে একান্তে।
মাঝরাতে আলো দেওয়া সুপ্রভ তারাও সংযমী
কয়েক আলোকবর্ষ ব্যবধানে অখন্ড প্রহরী
চন্দ্রকলার আবর্তিত কার্যক্রমই টেনে আনে জোয়ার-ভাটার দৈনন্দিন নিবিষ্ট অপবর্তন।
পুরুষের নাভিমূল থেকে বেরিয়ে আসা আসক্তি
রমণীর কামাগ্নির অগ্নিবাণে হয় ভস্মীভূত
তবুও দুর্দম ঘোড়ার লাগাম পরুক পৌরুষ।