মহাশূন্যে ভাসিয়ে রেখেছি দৈন্যের
প্রতিটি ঘটনাপ্রবাহ
একে-একে টেনে আনি নির্জীব জলছবি,
ফ্যাকাসে স্বপ্নতুলি
ফুটে উঠে জীবনের ক্যানভাসে ফেলে
আসা লুপ্ত মুখচ্ছবি
দিনযাপনের হরেক-নামচা ভেসে উঠে
নক্ষত্র-আলোয়
সহস্র তারার মাঝে সুখের যে নির্লিপ্ত দিনটি
লুকিয়ে বেড়ায়
তাকে আমি টেনে আনি অন্তরীক্ষের
সরলরৈখিক দৈর্ঘ্যতায়।
একটি বলয় থেকে আর একটি বলয়ে ছুটে যায় স্মৃতিমেদুর মন্ডপের সমাচার আর অধরা কারনামার প্রতিলিপি।