বেলকনির ওপারে তুমি, এপারে আমি,, মাঝখানে হাজার বারণ,,
তুমি তাকাও, আমি তাকাই, মন হাসে অকারণ,,
কানে হেডফোন, মনে অনুরাগের ছোঁয়া
দক্ষিণী হাওয়া করে আসা যাওয়া
মন মেলেছে নতুন দিগন্ত,
পড়েনি যার কোনো হসন্ত।
হাতে এক কাপ গরম কফি,
কানের পাশ দিয়ে বয়ে চলা কোঁকড়ানো জুলফি,
চোখের কোনো অদ্ভুত ভাষা,
মনে জোগাচ্ছে নতুন আশা।
করে চলছিল যখন সে মনের ওপর বিরাজ,
হঠাৎ ঘটালো ব্যাঘাত, কোনো নিষ্প্রাণ আওয়াজ,
ক্রিং…. ক্রিং…, “হ্যালো বাবু”
দিবাস্বপ্ন ভঙ্গ হল, বাবু হল কাবু।
2022-08-10