কোনো একদিন ডানা মেলে দিও আকাশের নীলে,
উড়ে চলে এসো পরিচিত সবুজের সীমানা রেখায়।
নক্ষত্র পাড়ার যত সুগন্ধি প্রদীপ
সাদা পালকের ছায়ায় মেখে নিও
তার একেকটি জ্বলন্ত শিখা।
আমার বুকের ভেতর শুঁকনো কাঠের মতো হাহাকার!
শান্ত শীতল জল ছুঁয়ে দেয় না হৃদয়।
ফিরে এসো এই ভাঙা চৌকাঠের তীরে, দেখবে :
নক্ষত্রের ঘ্রাণে গা ডুবিয়ে দেওয়ার আকুলতায়
সমুদ্র প্রাণে চিকচিক করছে আমিরাতের এক টুকরো মরুভূমি।
কোনো একদিন ডানা মেলে দিও—
শঙ্খচিল, সাদা বক কিংবা প্রিয় মুনিয়া পাখি হয়ে।
শ্রান্ত উটের কাঁধে চোখ রেখে দেখো
অপেক্ষায় আছে, বিষণ্ন মৃতপ্রায় প্রাণ এক।
কোনো একদিন ফিরে এসো…
2023-09-10