গোলাপ মানে একটি ফুল হতে পারে
যার পাপড়ি গুনবি না
শুধু ঘ্রাণ শুঁকবি, কানে গুঁজবি আর ছবি তুলবি—
বইয়ের ভাঁজে যার অযত্ন।
গোলাপের বদলে ভালোবাসা দিলাম
ভালোবাসা মানে একটা অনুভূতি।
গুনে দেখিস—
যতবার ছুঁয়ে দেখেছিস আমাকে,
ততগুলো পাপড়ি একটি গোলাপে নেই।
আমার ঘ্রাণ তোর মুখস্থ বিদ্যার মতো
আমি তোর মনের ঘরে পোষা এক অমূল্য প্রাণ
আমার ছবি তোর হৃদয়ে রঙ-তুলির আঁচড়
আমার বেঁচে থাকা— তোর প্রাণের প্রতিধ্বনি।
2023-09-10