বসন্ত আসবে, অথচ প্রাণ চঞ্চল হবে না—
তবে কীসের বসন্ত!
বৃক্ষের প্রতিটি শাখা-প্রশাখায় জন্মেছে নবপল্লব,
কৃষ্ণচূড়ার রক্তাভ শরীরে সুড়সুড়ি দেয় মৌমাছির দল,
তবু মনে নেই দোলা।
এ আবার কেমন বসন্ত?
হঠাৎ একদিন বোধ করি—
অন্তরের গভীর কোণে ঝরা পাতার মর্মর ধ্বনি
চোখ মেলে দেখি—
সরষের আড়ালে প্রজাপতির লুটুপুটি।
কান পেতে শুনি—
দূর বনে ‘বৌ কথা কও’ পাখির মাতাল সুরের গান,
দখিনা বাতাসে জুড়ায় আপন প্রাণ!
দূর থেকে ভেসে আসে
পরিচিত কিশোরীর স্বর—
‘বসন্ত এসে গেছে…’
অবশেষে আমার মন জেগে উঠে আপন চঞ্চলতায়।
বসন্ত আসবে, অথচ প্রাণ চঞ্চল হবে না—
তা কী হয়!
2023-09-10