5/5 - (1 vote)

ইচ্ছা করে,
আমার যত পাপ-পূণ্য
বিজয়ী হওয়ার সংবাদ কিংবা পরাজয়ের লজ্জা
সব পদতলে পিষে দিয়ে এগিয়ে যাই এক নির্দিষ্ট দূরত্বে।
গোটা বসুন্ধরা পাশ কাটিয়ে, মজুমদারের স্মারক ভঙ্গ করে,
দখল করি টিঙ্গা পাহাড়ের শৃঙ্গা।
লুটপাট হয়ে যাওয়া ছিন্ন-বিচ্ছিন্ন এই চিত্তে
জমে থাকা যত ক্লান্ত বিষাক্ত নাভিশ্বাস—
ইচ্ছা করে,
পাহাড়চূড়ার নির্জনতায় অশ্রুজলে ধুয়েমুছে দিই সব,
আবিষ্কার করি এক নিবৃত্ত অন্তঃকরণ।
আমার ইচ্ছা করে,
লজ্জা, ভয়, সম্পর্কের শেষ অধ্যায় মন থেকে মুছে ফেলি
পাহাড়ি ঝরনার বুক বেয়ে ঝরে পড়ি অবিরাম
পাথরের গায়ে গেঁথে দিই আমার মনের সব ক্ষতচিহ্ন।
ইচ্ছা করে,
আকাশটাকে নিজের করে বাঁচি,
লোকালয় আমাকে আর না খুঁজুক।
ইচ্ছে করে,
ইচ্ছেগুলোকে ডানা মেলে উড়তে দিই…
শেষ পঙক্তিটা লিখতে গিয়ে একবুক মনস্তাপে পুড়ি,
আমার ইচ্ছেগুলোর একজোড়া ডানার খুব অভাব!

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Pallab Chanda
1 year ago

ইচ্ছেগুলো পূর্ণতা পাক।