উড়োজাহাজ অবতরণের মতো
আমার জীবনও আজ অবরোহী।
একটু একটু করে মিশে যাচ্ছি
মরুভূমির উত্তপ্ত ধূলিকণায়।
কতবার উঠে দাঁড়াতে চেয়েছি,
কতবার ফিরে তাকাতে চেয়েছি,
হাঁটতে চেয়েছি একরাশ স্বপ্নকে আঁকড়ে ধরে,
পারিনি।
তুমি ঠিকই অবরোহী বিমানকে
পাশ কাটিয়ে উড়ে গেছো ডানা মেলে।
ঠিক যেমন উড়ে যায় শালিক কিংবা প্যারাকিট!
ভাঙা খাঁচার মতো এক টুকরো হৃদয় কেবল
নীল আকাশের স্বাধীন পাখিটাকে
বারবার ফিরে পেতে চায়!